NOTICE FOR DIRECT ADMISSION

Date of Admission :

DATE OF ADMISSION AS PER FORM NUMBER FORM NUMBER 1 TO 60 : 18/12/2023 AT 12 NOON TO 1-30 PM.
FORM NUMBER 61 TO 120 : 18/12/2023 AT 2 PM TO 3-30 PM.
FORM NUMBER 121 TO 180 : 19/12/2023 AT 12 NOON TO 1-30 PM.
FORM NUMBER 181 TO REST : 19/12/2023 AT 2PM TO 3-30 PM.
RULE OF FORM FILL-UP/PROCEDURE

DOCUMENTS:
1.  ছাত্রের জন্মের সংশাপত্রের ফটোকপি (আসল কপি অভিভাবকের কাছে রাখতে হবে, প্রয়োজনে মিলিয়ে নেওয়া হবে)।
2.  "বাংলারশিক্ষা" পোর্টাল থেকে প্রাপ্ত ও প্রাথমিক বিদ্যালয় থেকে সংগৃহীত আসল ট্রান্সফার সার্টিফিকেট কেপি বা xerox গ্রহণ করা হবে না, এই সাটিফিকেটে ভুল থাকলে তা ফর্ম পূরণের পূর্বেই প্রাথমিক বিদ্যালয় থেকে সংশোধন করিয়ে নিতে হবে)।
3.  SC(তফসিলি জাতি), ST(তফসিলি উপজাতি)OBC(অন্যান্য নিম্নবর্গীয় উপজাতি) দের ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রের নিজস্ব সার্টিফিকেটের ফটোকপি (বাবা/মা বা অন্য আত্মীয়ের সাটিফিকেট গ্রহণযোগ্য নয়)
4.  CWSN শিশু হলে তার সার্টিফিকেটের ফটোকপি।
5.  BPL এর অন্তর্ভুক্ত হলে, শুধুমাত্র অভিভাবকের BPL কার্ডের ফটোকপি।
6.  ছাত্রের আধার কার্ডের ফটোকপি (ছাত্রের আধার কার্ড না থাকলে অভিভাবকের স্বঘোষনা পত্র জমা দিতে হবে)
7.  SC/ST/OBC/CWSN/BPL ছাত্রদের নিজ নামে করা "Savings Bank Account" এর পাস বইয়ের প্রথম পাতায় ফটোকপি।
সকল ক্ষেত্রেই ছাত্রের আসল সারটিফিকেট SC/ST/OBC/CWSN/BPL ভর্তির সময় অভিভাবক কাছে রাখবেন, প্রয়োজনে চাওয়া হতে পারে।
SC/ST/OBC/CWSN/BPL ছাত্র হলে অতিঅবশ্যই শুধুমাত্র ছাত্রের নামেই কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেভিংস একাউন্ট (Savings Bank Account) থাকতে হবে, যা ভর্ভির পূর্বেই করে নিতে হবে, না হলে ছাত্রের জন্য নির্দিষ্ট পারিতোষিক বা scholarship পাওয়া যাবে না এবং ভর্তির ফর্ম পূরনের ক্ষেত্রে অসুবিধা হবে।
ছাত্রের সেভিংস ব্যাংক একাউন্ট করবার জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে প্রদত্ত শংসাপত্র (ছাত্রের ছবি লাগানো) ব্যাংকে জমা দেওয়া প্রয়োজন।

SCHOOL FEES:
TOTAL : Approximately RS 1400.00 (including RS. 200/- for school dress coupon, which is adjustable)


© 2016, Sodepur High School. All rights reserved.